সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে দুইটি ফার্মেসী ও একটি কসমেটিকস্ দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১১ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে।
মঙ্গলবার সকালে ধামরাইয়ের ইসলামপুর মমতাজ চক্ষু হাসপাতাল, চয়নিকা হাসপাতাল ফার্মেসী ও সাইফুল ইসলাম কসমেটিকস্ এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান, মমতাজ চক্ষু হাসপাতাল, চয়নিকা হাসপাতাল ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন ওষুধ পাওয়ায় ৫ হাজার করে ১০ হাজার টাকা ও সাইফুল ইসলাম কসমেটিকসকে মেয়াদ উর্ত্তীন কসমেটিকস্ থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।