ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনার

আগের সংবাদ

সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

পরের সংবাদ

সাভারে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; আটক এক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:২৮ অপরাহ্ণ, ১৯/০২/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে স্কুল শিক্ষার্থীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোহাম্মদ আলী নামে  এক রড মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর তিনটার দিকে সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটক মোহাম্মদ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারী গ্রামের শাজাহান শেখের ছেলে।

সাভার মডেল থানার  এস আই আবুল কাশেম জানায়,  দুপুরে নিজ ভাড়া ঘরে ব্যাংক টাউন ভার্ক স্কুলের চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে একই বাড়ির ভাড়াটিয়া রড মিস্ত্রি মোহাম্মদ আলী (২৩)। শিশুর চিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা এগিয়ে আসে ও অভিযুক্ত ব্যক্তি আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থী ও অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।