সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে পূর্ব শত্রুতার জেরে শরিফ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া এই ঘটনায় রুহুল অামিন নামে অারও এক যুবক গুরুত্বর অাহত হয়েছে। এদিকে, এই ঘটনায় সাভার মডেল থানা পুলিশ ৩ জনকে অাটক করেছে।
সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে সাভার মধ্য ভাটপারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শরিফ হোসেন ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে এবং আহত রুহুল আমিন নেত্রকোনার আব্দুল গফুরের ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, সাভারের একটি জুতার কারখানায় কাজ করতো নিহত শরিফ ও রুহুল অামিন। সন্ধার পর সাভার বাড্ডা স্কুলের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত পরিচয়ের কয়েক যুবক তাদের কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষনা করেন এবং রুহুল অামিনকে অাইসিওতে ভর্তি করে।
এদিকে, এই ঘটনায় ৩ জনকে অাটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।