সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে রান্না ঘরে আগুন লেগে দগ্ধ নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অপর এক জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সোমবার বিকালে সাভারের এনাম মেডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেহানা নামে নারী মারা যান।
রোববার রাতে সাভারের শাহীবাগ এলাকার আব্দুল কুদ্দুস এর বাড়িতে এই র্দুঘটনা ঘটে। নিহত রোমানা বেগম ঐ বাড়ির একটি কক্ষে ভাড়া থাকতেন।
পরিবারের স্বজন ও এলাকাবাসী জানায়, ওই বাড়ির রান্না ঘরে গ্যাস লাইন লিক থাকায় আগুন জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন রোমানা বেগম। এসময় আগুনে দগ্ধ তার দেবর রতন মিয়া (৩২)। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বিকাল তিনটার দিকে রোমানা নামের ওই নারী এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই সৌমেন মিত্র জানান, রোমানা নামে এক নারী দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।