সব
এক্সপ্রেস প্রতিবেদক:
প্রশ্ন ফাঁসের অভিযোগে ধামরাইয়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ওই দুই পরীক্ষার্থীর কাছে থাকা মোবাইল ফোনে জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে। যার সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নের হুবুহু মিল রয়েছে ও সমাধানও করা আছে। পাশাপাশি তাদের পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় এক ছাত্র ও এক ছাত্রীকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ।
আটক শিক্ষার্থীরা হলো-আশুলিয়ার শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবুল কালাম আজাদ জানান, দুই পরীক্ষার্থীকে আটক করে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় পাঠানো হয়েছে ।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক জানান, কিভাবে বা কোথা থেকে কাদের মাধ্যমে এই প্রশ্নপত্র ও তার সমাধান পেয়েছে এইসব বিষয় মাথায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মুল হোতা যারা তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। যেহেতু শিক্ষার্থীরা অপ্রাপ্ত বয়সের তাই উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।