সব
মো ইউসুফ জামিল:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে আন্তঃ ব্যাচ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট। আজ রবিবার সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের ইনডোর ব্যাডমিন্টন কোর্টে বিভাগের সভাপতি ডঃ শফিক-উর রহমান টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বি.আই.পি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, ড. আনিসা নুরী কাঁকন, জনাব মো লুৎফর রহমান, জনাব ফরহাদুর রেজা এবং জনাব মোহাম্মাদ মিজানুর রহমানসহ বিভাগে সকল ব্যাচের শিক্ষার্থীরা ।
সিনিয়র এবং নতুন আগত জুনিয়র শিক্ষার্থীদের সাথে পরিচিতির মাধ্যমে বন্ধুত্বের সেতু বন্ধন তৈরি করাই এ টুর্নামেন্ট মুল উদ্দেশ্য। স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজিত এ টুর্নামেন্টকে সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম আয়োজনের জন্য উৎসাহ প্রদান করেন। টুর্নামেন্ট সম্পর্কে স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জুয়েল রানা বলেন,ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর মধ্য দিয়ে এসোসিয়েশন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল। এর ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে।এছাড়া আগামীতে তাদের প্লানিং সপ্তাহ সহ অন্যান্য প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা আছে।
প্রথম বারের মত বিভাগে আন্তঃ ব্যাচ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এ বিষয়ে বিভাগের শিক্ষাক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বি.আই.পি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান বলেন, এটি খুবই ভাল উদ্দ্যোগ। এ আয়োজনের মাধ্যমে বিভাগের সাবার মাঝে মেলবন্ধন তৈরি হবে। সবার সাথে সবার ভালবাসার বন্ধন আরো বৃদ্ধি পাবে।
বিভাগের সভাপতি ডঃ শফিক-উর রহমান বলেন, সামনে এ সংগঠের মাধ্যমে আরো ভাল কাজ করে দেখাতে হবে। শুধু পড়াশুনা করলেই হবে না। অন্যান্য সকল বিষয়ে বিভাগের প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ জরুরী।
আগামী পহেলা মার্চ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চড়ুইভাতি আয়োজন করা হবে। সেদিন আন্তঃ ব্যাচ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস টুর্নামেন্ট প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে বলে জানা যায়।