ধামরাইয়ে সড়কের পাশে দোকানির লাশ

আগের সংবাদ

আশুলিয়ায় গুমাইল স্কুলের ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরের সংবাদ

জাবিতে বিজ্ঞান মেলার উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:২১ অপরাহ্ণ, ০৯/০২/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে দ্বিতীয় বারের মত দুই দিন ব্যাপি ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০১৮ শুরু হয়েছে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দুই দিন ব্যাপি এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
বিজ্ঞান মেলায় সাভার ও আশুলিয়ার ৩০টি স্কুল, কলেজ ২০ টি ও ইউনিভার্সিটি ১২ টির প্রায় ৮শ’ ৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। মেলায় ৫০টি প্রজেক্ট বসেছে। এখানে বিজ্ঞানের উপর বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড.খবির উদ্দিন,সায়েন্স ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির সোহাগ, সাধারণ সম্পাদক সবুজ সরকার শুভ।
আগামীকাল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।