ধামরাই

আশুলিয়ায় ভূয়া ক্যাপ্টেন আটক

আগের সংবাদ

আশুলিয়া যুবলীগের জরুরী বর্ধিত সভা

পরের সংবাদ

ধামরাইয়ে জোড়া খুনের ঘটনার মুল আসামী টাঙ্গাইলে গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৫৯ অপরাহ্ণ, ০৫/০২/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

ধামরাইয়ের শ্রীরামপুরে পরিত্যক্ত পানির কারখানা থেকে দুই নিরাপত্তাকর্মীর জোড়া খুনের ঘটনায় মুল আসামী লতিফ মিয়াকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ধামরাই থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া লতিফ মিয়া ধামরাইয়ের শ্রীরামপুরের মৃত নবিক উদ্দিনের ছেলে ও সেই পরিত্যক্ত কারখানায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপরেশন) জাকারিয়া হোসাইন জানান, গত ৬ই জানুয়ারী পরিত্যক্ত কারখানায় নিরাপত্তাকর্মী রাজা মিয়া ও শহিদ হোসেন নামে দুইজনের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে একই কারখানার ম্যানেজার লতিফ মিয়া টাঙ্গাইলের বেপারী পাড়া থেকে সোমবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই সে পালাতক ছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, আন্তকোন্দলের জের ধরে দুই নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। এঘটনা আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার চেষ্টা চলছে। এর আগে বালাম মোল্লা নামে আরেক নিরাপত্তাকর্মী গ্রেপ্তার করা হয়েছিলো।

উল্লেখ্য, গত ৬ ই জানুয়ারী ধামরাইয়ের শ্রীরামপুরে মীর মোশারফ আলীর মালিকানাধীন সুইডিস বেভারেজ এন্ড ফুড লিমিটেড নামে পরিত্যক্ত পানির কারখানা থেকে রাজা মিয়া ও শহিদ হোসেন নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।