এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় হাবিবুর রহমান ওরফে শান্ত নামের এক ভূয়া সেনাবাহিনী ক্যাপ্টেন কে আটক করেছে র্যাব।
রোববার রাত ১১ দিকে আশুলিয়ায় র্যাব-৪ এর নবীনগর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান শান্ত নরসিংদী জেলার রায়পুরা থানার করাইপাড় এলাকার তাজুল ইসলামের ছেলে।
র্যাব জানান, রাতে র্যাব-৪এর সিপিসি -২ এ এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ক্যাম্পের ভিতরে প্রবেশ করে। এসময় তিনি নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সুবিধায় আদায়ের চেষ্টা করেন। তার গতিবিধি সন্দেহজনক হলে তার আইডি নাম্বার চাওয়া হয়। পরে আইডি নাম্বারটি যাচাই করে সেনাবাহিনীর সাথে শান্তর কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ভূয়া ক্যাপ্টেন হিসেবে স্বীকার করেন। পরে হাবিবুর রহমান শান্ত নামের ওই ভূয়া ক্যাপ্টেনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।