পরিবেশ দূষন; প্রতিবাদে সাভারে শিক্ষার্থীরা রাজপথে

আগের সংবাদ

জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি ঘিরে নাট্য উৎসব শুরু

পরের সংবাদ

আশুলিয়ায় অটিষ্টিক শিক্ষার্থীদের অংশগ্রহনে সোয়াকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫১ পূর্বাহ্ণ, ০৪/০২/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার কবিরপুরে ‘সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ অটিষ্টিক চিলড্রেন (সোয়াক)’ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী কবিরপুর এলাকার ‘সোয়াক ভিলেজে’ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে দেশের একমাত্র অটিষ্টিক বিষয়ক সংস্থা ‘সোয়াক’ এর শতাধিক কর্মকর্তা ও সংস্থার অটিষ্টিক শিশু শিক্ষার্থীসহ সংস্থাটির সাথে সম্পৃক্ত অনেকে।

অনুষ্ঠানের প্রথম অংশে অটিষ্টিক শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা, আবৃত্তি ইত্যাদি পরিবেশনা করা হয়। পরে সোয়াকের চেয়ারম্যান, সচিব, উপস্থিত অথিতিবৃন্দ ও সোয়াকের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ কেক কেটে সোয়াকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। পরে সবার উপস্থিতে বেলুন উড়িয়ে দেয়া হয়। সবশেষে সোয়াকের কর্মকর্তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোয়াকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্ত ঘোষণা করা হয়।

সোয়াকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এসময় উপস্থিত ছিলেন সোয়াকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আনোয়ার হোসেন, সচিব সুবর্ণা চাকমা, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি জাকির হোসেন, সোয়াকের শিক্ষিকা শাকিলা ইসলাম সোমাসহ দেশের গণ্যমান্য ব্যাক্তি, অটিষ্টিক শিক্ষার্থী, অভিবাবকবৃন্দ।