আশুলিয়ায় ফারুকনগর ইসমাঈল বেপারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উ‌দ্বোধন

আগের সংবাদ

আশুলিয়ায় অটিষ্টিক শিক্ষার্থীদের অংশগ্রহনে সোয়াকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পরের সংবাদ

পরিবেশ দূষন; প্রতিবাদে সাভারে শিক্ষার্থীরা রাজপথে

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৬ অপরাহ্ণ, ০২/০২/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

পরিবেশ দূষন ও ঐতিহ্যবাহী পুকুর দখল রোধে সাভারের পৃথক স্থানে দুটি মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় স্থানীয়রা আবাসিক এলাকায় জালালাবাদ মেটাল ফ্যাক্টরী নামে একটি টিন তৈরীর কারখানা নির্মানের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। অন্যদিকে সাভারের পৌর এলাকার পালপারাস্থ মন্দির সংশ্লিষ্ট ৪শত বছরের পুরোনো পুকুর দখলের অপচেষ্টা এবং পুকুরে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষনের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে সাভার ৫নং ওয়ার্ডের এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা আবাসিক এলাকায় ও পরিবেশের ওপর এ ধরনের কারখানা স্থাপনের বিরূপ প্রভাব তুলে ধরেন। মানবন্ধনে সাভার, হেমায়েতপুর, বলিয়ারপুর, যাদুরচর, আলমনগরসহ আশেপাশের লোকজন অংশগ্রহন করেন। এ সময় তারা পরিবেশ দূষন রোধে এ ধরনের স্থাপনা বন্ধ করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষন করেন। এ দাবী আদায় না হলে পরিবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।