আশুলিয়ায় চিহিৃত মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

পরিবেশ দূষন; প্রতিবাদে সাভারে শিক্ষার্থীরা রাজপথে

পরের সংবাদ

আশুলিয়ায় ফারুকনগর ইসমাঈল বেপারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উ‌দ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৫ পূর্বাহ্ণ, ৩১/০১/১৮
এক্সপ্রেস প্রতিবেদক:
আশু‌লিয়ায় ফারুকনগর ইসমাঈল বেপারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উ‌দ্বোধন বা‌র্ষিক ক্রীড়‌া প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী ও সাংস্কৃ‌তিক সন্ধ্যা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
মঙ্গলবার বি‌কে‌লে আশু‌লিয়ার ফারুকনগর ‌বিদ্যালয় মা‌ঠে প্র‌তিষ্ঠান‌টির সভাপ‌তি আ: রাজ্জা‌কের সভাপ‌তিত্বে অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠা‌নের প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ঢাকা ১৯ আস‌নের সংসদ সদস্য ডা: এনামুর রহমান। এছাড়া বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সাভার উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি হা‌সিনা দৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দার,     যুবলী‌গের  আশু‌লিয়া থানা কমি‌টির আহ্বায়ক ক‌বির হো‌সেন সরকার, যুগ্মু আহ্বায়ক ময়নূল ইসল‌াম ভূইয়া।