গ্রাম স্বাস্থ্য অভিজ্ঞা: সাভারে গবি মেডিকেল শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আগের সংবাদ

আশুলিয়ায় ফারুকনগর ইসমাঈল বেপারী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উ‌দ্বোধন

পরের সংবাদ

আশুলিয়ায় চিহিৃত মাদক ব্যবসায়ী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৪৩ অপরাহ্ণ, ২৯/০১/১৮
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়া এলাকা থেকে ১০০ পিছ ইয়াবাসহ একাধিক মামলার আসামী আব্দুর রহমানকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় বাইপাইল-আবদুল্লাপুর সড়কের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রহমান নিলফামারী জেলার ডিমলা থানাধীন মাস্টার পাড়া গ্রামের মৃত খলিল মাযুদের ছেলে। সে জামগড়ার কাঠালতলা এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামগড়া এলাকার আখী রেষ্টুরেন্টের সামনে থেকে মাদক পরিবহনের সময় তাকে আটক করা হয়। তার নামে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আশুলিয়ায় মাদক ব্যাবসার সাথে জড়িত।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।