সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে শুরু হয়েছে রানার অটোমোবাইলসের ধামাকা সার্ভিস ক্যাম্প। রোববার সকালে তারাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
দুই দিন ব্যাপী অায়োজিত এই ক্যাম্প চলবে সোমবার বিকেল পর্যন্ত। ক্যাম্পে স্পেয়ার পার্টসের উপড় ১০% এবং ইঞ্জিন অয়েলের উপড় ৫% মূল্য ছাড় পাবেন গ্রাহকরা।
সকালে ক্যাম্পটির উদ্বোধন করেন সাভার সরকারী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিল আফরোজা শামীম, সেতু মটরসের প্রোপাইটার মো. সালাউদ্দিন, রানার অটোমোবাইলসের সেন্ট্রাল জোনের সেলস ম্যানেজার আরিফ ইফতেখার, টেরিটরি সেলস ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, জোনাল সার্ভিস ম্যানেজার মিষ্টার চিন্ময় গুহ এবং টেরিটরি সার্ভিস ম্যানেজার শুভ কুমার কুন্ড এবং প্রান্ত পাল।