সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে নৈশকোচ চাপায় অজ্ঞাত এক (৬০) অটোরিকসা চালক নিহত হয়েছে। শনিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার এস আই সৌমান জানান, সকালে মহাসড়কে চলাচলরত ওই অটোরিকসা চালককে লালমনিরহাট বুড়িমাড়ি থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহন নামের একটি নৈশকোচ চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই অটোরিকসা চালক নিহত হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে নৈশকোচটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।