সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বরেণ্য সাংবাদিক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করেছে আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা।
শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এই মানববন্ধনে অংশ নেয় প্রেসক্লাবের প্রায় অর্ধশত সাংবাদিক।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, মৌলবাদীরা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সাংবাদিক নেতা শ্যামল দত্তকে হয়রানি করছে। আর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে মৌলবাদীদের উসকে দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে সরকারের প্রতি শ্যামল দত্তের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।