আশুলিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত

আগের সংবাদ

ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা; শিক্ষামন্ত্রী

পরের সংবাদ

আশুলিয়ায় আগুনে পুড়লো শ্রমিক কলোনী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩৩ অপরাহ্ণ, ০৯/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

আশু‌লিয়ার শিমু‌লিয়ায় এক‌টি শ্রমিক ক‌লোনী‌তে অগ্নিকা‌ন্ডের ঘটনায় ১৪টি ঘর পু‌ড়ে গে‌ছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার বি‌কেল তিনটার ‌দি‌কে আশু‌লিয়ার টেঙ্গুরী এলাকার তোফাজ্জ‌লের বা‌ড়ি‌তে এ অগ্নিয়কা‌ন্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেডের ফায়র সার্ভিসের দুই ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ডিইপি‌জেড ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অফিসার হুমায়ন হো‌সেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বা‌ড়ি এক‌টি ঘ‌রে থেকে বৈদ্যুতিক সট শাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন পু‌রো বা‌ড়ি‌তে ছড়ি‌য়ে প‌রে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্র‌নে কাজ শুরু ক‌রে।পরে ফায়ার সা‌র্ভিস‌ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্র‌নে আসে। তবে টিনের তৈরি ক‌লোনীর ১৪টি ঘর পুড়ে গে‌ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘ‌টেনি।