আশুলিয়ায় জমির বিরোধে চাচাতো ভাইয়ের হাতে ব্যবসায়ী খুন

আগের সংবাদ

আশুলিয়ায় এক নারীকে ঘিরে ৭ নারী; পলকেই সোনার চেইন গায়েব

পরের সংবাদ

সাভারে রানা প্লাজার সোহেল রানার বিরুদ্ধে দুদুকের মামলা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৫৩ অপরাহ্ণ, ০১/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

অসাধু উপায়ে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকা উপার্জনের অপরাধে সাভার মডেল থানায় রানা প্লাজার সোহলে রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন র্দুর্নীতি দমন কমিশন (দুদুক)।
রোববার রাতে দুদুকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে একমাত্র সোহেল রানাকে আসামী করে সাভার মডেল থানায় এই মামলা দায়ের করেন।
মামলা উল্লেখ্য করা হয়, অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের সাথে অসংঙ্গতি পূর্ণ সম্পদ অর্জন করা ও ভোগদখল করার অপরাধে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মামলার এজহার থেকে জানা যায়, র্দুর্নীতি দমন কমিশন প্রধান কার্য়ালয় ঢাকার নথি নং দুদক/বি: অনু: ও তদন্ত ১/৩৫/২০১৩ এর অনুসন্ধান ১/৩৫-২০১৩/১২৩৯৫। ২৯/০৪/২০১৩ তারিখে অনুসন্ধান ও তদন্ত করার জন্য উপপরিচালক এস এম মফিদুল ইসলামকে টিম লিডার ও উপপরিচালক মুহাম্মদ মাহাবুব আলম সদস্য করে দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়।
২০১২-১৩ অর্থ বছরে সোহেল রানার আয়কর রির্টান দাখিলে তার ব্যাংকে এক লাখ ৭৮ হাজার ৯৫৩ টাকা প্রদর্শন করেন। কিন্তু দুদক অনুসন্ধানে গিয়ে দেখে ৩টি ব্যাংক হিসাবে তার নামে ২৭ লাখ ৮০ হাজার ৭৬৭ টাকা জমা আছে। এখানে তিনি ২৬ লাখ এক হাজার ৮১৪ টাকা আয়কর নথিতে প্রদর্শন করেননি।
এছাড়া সাভারের বাজার রোড এলাকায় রানা টাওয়ারের চতুর্থ তলা পর্যন্ত নির্মাণ ব্যায় এক কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৫৯৪ টাকা দেখানো হলেও প্রকৃত পক্ষে তিন কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৫৯৪ টাকা ব্যয় হয় বলে দুদক অনুসন্ধানে জানতে পারে। এখানেও তিনি দুই কোটি ২৮ লাখ ৪১ হাজার ৯৭৯ টাকা কম দেখান।
অভিযোগ মোঃ সোহেল রানার বিরুদ্ধে সম্পদের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পতি দখলে বা মালিকানা অর্জন করেছেন তার ভিত্তিতে তকে র্দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরনী দাখীলের জন্য ২০১৫ সালের ১লা এপ্রিল রানা প্লাজার মালিক সোহেল রানার সম্পদের হিসাব চেয়ে কারাগারে নোটিশ পাঠায় দুদুক। তবে কারাগার থেকে সম্পদের কোন হিসাব দিতে পারবে না বলে জানিয়ে দেয় সোহেল রানা। এর পরই আয়কর বিভাগ থেকে সোহেল রানার সম্পদ ও আয়ের তথ্য সংগ্রহ করে অনুসন্ধানের পর তার সম্পদের হিসাবে অসঙ্গতি পাওয়ায় মামলাটি দায়ের করা হয়।
সাভার মডেল থানার (ওসি) তদন্ত শাওগাতুল আলম জানায় ,অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের সাথে অসংঙ্গতি পূর্ণ সম্পদ অর্জন করা ও ভোগদখল করার অপরাধে সোহেল রানার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছে র্দুর্নীতি দমন কমিশন।

এই বিভাগের সর্বশেষ