জেনে নিন, কীভাবে পানি খেলে শরীর সুস্থ থাকবে?

আগের সংবাদ

আশুলিয়ায় কারখানার কর্মকর্তাকে ছাঁটাই; কর্মবিরতিতে শ্রমিকরা

পরের সংবাদ

সাভারে ট্যানারী শ্রমিকদের কার্যালয়ের উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:২০ অপরাহ্ণ, ৩০/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

মহান বিজয় দিবস এবং ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে সাভার চামড়া শিল্প নগরীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে শ্রমিক নেতারা ট্যানারী শ্রমিকদের জন্য আবাসন, হাসপাতাল, স্কুল, খেলার মাঠ, এডহক ভাতা প্রদান, শ্রমিক ছাটাই বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

শনিবার দুপুরে সাভারের হরিণধরা এলাকায় অবস্থিত সাভার চামড়া শিল্প নগরীতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এই শ্রমিক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরাও যোগ দেন।

সমাবেশের আগে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চামড়া শিল্প নগরীর ভিতরে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের নবনির্মিত কারযালয় উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ শুধু উন্নয়নের রোল মডেল নয়। মানবতা ও সততারও রোল মডেলে পরিনত হয়েছে।র্দুনীতি করে কেউ পার পাবে না। এমনকি বিভিন্ন র্দুনীতির টাকা বিদেশ থেকে ফিরিয়ে এনেছি। উন্নয়নের কোন বিকল্প নাই, বিকল্প নাই জননেত্রী শেখ হাসিনা সরকারের। এছাড়া ট্যানারী থেকে যেসব শ্রমিকদের ছাটাই করা হয়েছে, তাদের পুন:বহাল করা হবে। পাশাপাশি এই ট্যানারীতে এক লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থার কথাও জানান তিনি। পযায়ক্রমে শ্রমিকদের সকল ধরনের সুবিধা দেয়া হবে বলে আশ্বাস দেন।

ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন।