এক্সপ্রেস প্রতিবেদক:
চন্দ্রা নবীনগর মহাসড়কে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ইছার উদ্দিন নীলফামারি জেলার জলডাঙ্গা থানার পশ্চিম মিয়ার পার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
সে বাড়ইপাড়া এলাকায় দিনমুজুরের কাজ করতো।
শালনা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, রাতে ইছার উদ্দিন মহাসড়ক পার হচ্ছিলেন।এসময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।