সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়ায় প্রাইভেটকার চাপায় বিনোদন পার্ক ফ্যান্টসিং কিংডমের লতিফ মন্ডল নামে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার সকালে বাইপাইল-আবদুলাহপুরের আশুলিয়ার জামগড়ায় রাস্তা পারাপারের সময় এই সড়ক র্দুঘটনা ঘটে।
নিহত লতিফ মন্ডল রাজবাড়ি জেলার বালিয়া কান্দি থানাধীন এলাকার আসালদ মন্ডলেরর ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই ফরহাদ হোসেন ছোটন জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী প্রাইভেটকার চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লতিফ মন্ডলকে স্থানয়ি নারী ও শিশু হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতরে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক চালক ও প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।