সব
মেহেদী হাসান শাওন:
মহান বিজয়ের মাস উপলক্ষে সাভারের আশুলিয়ায় হ্যাপী জেনারেল হসপিটালের উদ্যোগে কয়েক হাজার রোগীর মাঝে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে আশুলিয়ার গাজীরচট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সেবা দেওয়া হয়েছে।
এ সময় হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ হ্যাপী আক্তারসহ মোট ৮ জন অভিজ্ঞ ডাক্তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন।
ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কায়ূম খাঁনের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ঈসমাইল ভূঁইয়া বকুল, সহ-সম্পাদক মোঃ গুলজার কাজী, ওয়ার্ড যুবলীগ নেতা হাসান খাঁন, মাসুম খাঁন ও জাহাঙ্গীর এ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেন।