সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ার পাড়াগ্রামে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ খোকন নামের অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোর রাতে আশুলিয়ার পাড়াগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক খোকন আশুলিয়া পাড়াগ্রামের তিসমত আলীর ছেলে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, ভোরে পাড়াগ্রাম মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় ঘটনাস্থল থেকে খোকন নামের যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া যায়।
তার বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা ও একাধিক মাদক মামলা রয়েছে।