সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের রলিয়াপুরের নগরকুন্ডায় গ্রামে ১১ বছরের প্রতিবন্ধী মেয়ে শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষকে আটক করে পুলিশ। নির্যাতিত শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
রোববার ভোরে সাভারের নগরকুন্ডা এলাকা থেকে ধর্ষক মজিবরকে আটক করা হয়। আটক মজিবর সাভারের নগরকুন্ডা গ্রামের সাহেব আলীর ছেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, নগরকুন্ডা গ্রামে ভিক্ষুক দাদী সঙ্গে বসবাস করে আসছিলো প্রতিবন্ধী শিশুটি। রাতে দাদী কাজে বাইরে গেলে প্রতিবেশী মজিবর ঘরে ঢুকে প্রতিবন্ধী শিশুটিকে জোর করে ধর্ষন করে পালিয়ে যায়। দাদী ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেয়। পরে রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নগরকুন্ডার এলাকায় আত্নগোপনে থাকা অন্য একটি ঘর থেকে ধর্ষক মজিবর হোসেনকে আটক করা হয়। সে এলাকার চিহিৃত মাদক সেবী।
তাকে ধর্ষন মামলায় আসামী করে আদালতে প্রেরণ করা হয়েছে।