সাভারের পৃথক স্থানে জমি নিয়ে সংঘর্ষ; গুলিবিদ্ধসহ আহত ৬

আগের সংবাদ

আধাঁরে শুরু-আলোতে শেষ! ডিবি পেলো সফলতার রেশ

পরের সংবাদ

সাভারে সিআরপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৬ অপরাহ্ণ, ১১/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

নানা আয়োজনে সাভারে পালিত হল পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রর (সিআরপি) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার বিকালে সাভারে সিআরপির প্রধান শাখায় বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ​​বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, রবির জেনারেল ম্যানেজার এনামুলহকসহ সিআরপির কর্মকর্তা-কর্মচারিরা।

অনুষ্ঠানে আগত অতিথিরা উপস্থিত পক্ষাঘাতগ্রস্থদের অনুপ্রেরনা যোগাতে তাদের বক্তব্যে সিআরপি নিয়ে তাদের অনুভুতি প্রকাশ করেন এবং যেকোন প্রয়োজনে সিআরপির পাশে থেকে সহযোগিতা করার কথা জানান। এছাড়া অতিথিরা মানবসেবায় এধরনের একটি সংগঠন পরিচালনার জন্য ভেলরি এ. টেইলরকে ধন্যবাদ জানান।

সংক্ষিপ্ত আলোচনা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

বাংলাদেশে বসবাসরত ইংরেজ ফিজিওথেরাপিস্ট ভেলরি এ. টেইলর-এর গড়ে তোলা এ সংগঠনটি ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে প্রক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এদিকে, সিআরপির এই প্রতিষ্ঠাবার্ষিকী সাভারের প্রধান কাযালয়ের পাশাপাশি কেন্দ্রগুলোতেও নানা আয়োজনে পালিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই বিভাগের সর্বশেষ