সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের জামসিংয়ে পারিবারিক কলহের জের ধরে কল্পনা আক্তার নামে অন্ত:সত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনাস্থল থেকে পাষন্ড স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সাভারের জামসিং এলাকায় নিজ বাড়িতে ছুরি দিয়ে হত্যা করে পাষন্ড স্বামী হোসেন আলী।
নিহত কল্পনা আক্তার আশুলিয়ার জিরাবো এলাকার রাসেদ হোসেনের মেয়ে। অপরদিকে আটক হোসেন আলী সাভার জামসিং এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে। সে দিন মজুরের কাজ করতো। গত দেড় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছিলো।
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, প্রতিবেশীদের খবরের ভিত্তিতে কল্পনা আক্তারের মৃতদেহ স্বামী হোসেন আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় হোসেন আলীকে আটক করা হয় ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে কল্পনা আক্তারকে জবাই করে হত্যা করেছে স্বামী। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে।