“স্বাস্থ্য আমার অধিকার” এই স্লোগানকে সামনে ধারণ করে শুক্রবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে পালিত হলো বিশ্ব এইডস দিবস।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। র্যালিটি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এইডস হলো একটি মরণ ব্যাধী রোগ, ইতোমধ্যে এই রোগ থেকে মুক্ত থাকতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সকলকে এই রোগ সম্পর্কে
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আমজাদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুর রহমান প্রমূখ।