মানিকগঞ্জে নিখোঁজ; আশুলিয়ায় মাটি খুড়ে মৃতদেহ উদ্ধার;আটক ২

আগের সংবাদ

আশুলিয়ায় শিশু অপহরণের অভিযোগে দম্পতি আটক

পরের সংবাদ

চাকরি নামে টাকা হাতিয়ে নেয়া; আশুলিয়ায় প্রতারক আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৪৪ অপরাহ্ণ, ২৮/১১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সেনা বাহিনী চাকরি দেয়ার কথা বলে আশুলিয়ার নবীনগরে টাকা নেয়ার অভিযোগে এক প্রতারককে আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ।

মঙ্গলবার সকা‌লে প্রতারক খোকনকে নবীনগর এলাকা থে‌কে আটক করা হয়। সে পাবনা জেলার আ‌মিনপুর গ্রা‌মের তাইজুল মোল্লার ছে‌লে।

আশু‌লিয়া থানার উপ-প‌রিদর্শক অ‌হিদ মিয়া জানান, সেনাবা‌হিনীর অ‌ফিস সহায়ক হি‌সে‌বে চ‌াকরি দেওয়ার কথা ব‌লে রাজন না‌মের এক ব্য‌ক্তির ক‌া‌ছে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় খোকন। সকালে সেনাবা‌হিনীর গো‌য়েন্দা সংস্থার সদস্যরা তা‌কে আটক ক‌রে থানায় খবর দেয়। প‌রে পু‌লিশ ওই প্রতারককে আটক ক‌রে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, আটককৃত খোকন বিভিন্ন সময় সেনাবা‌হিনী, পু‌লিশসহ বিভিন্ন সরকা‌রি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা ব‌লে টাকা হা‌তি‌য়ে নেয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এ ঘটনায় ভুক্তভূগী রাজন বাদী হ‌য়ে আশু‌লিয়া থানায় একটি মামলা দা‌য়ের করে‌ছে।

এই বিভাগের সর্বশেষ