সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের বিরুলীয়ায় এক ব্যবসায়ীদের বাড়িতে ডাকারি চেষ্টা। এসময় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে হাতে নাতে আটক করে পুলিশের সোপার্দ স্থানীয়রা। তবে বাকি ডাকাতরা পালিয়ে যায়।
আজ ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ের আক্রান এলাকার ব্যবসায়ী রাশেদুল হাসান জালালের বাড়িতে এ ঘটনা ঘটে । এসময় ডাকাতের হামলায় রাশেদুল হাসান আহত হন।উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।
ব্যবসায়ী রাশেদুল হাসানের স্ত্রী ফরিদা আক্তার জানান, গভীর রাতে জানালার গ্রিল কেটেঁ একদল ডাকাত বাড়ির ভিতরে ঢুকে যায়। তারা মুল গেটটিও কেটে ফেলে। এসময় বিষয়টি তারা টের পেয়ে চিৎকার শুরু করেন। এসময প্রতিবেশী এগিয়ে আসলে ডাকাতরা ব্যবসায়ীকে হামলা করে পালাতে শুরু করে। স্থানীয়রা দুই ডাকাতকে চাপাতি রানদাসহ আটক করে ফেলে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, একতলা বাড়িতে ভোর রাতে কলাপসিবল গেট কেটে ৬/৭ সদস্যের একদল ডাকাত ভিতরে ঢুকে। ডাকাতরা বাড়িতে ঢুকেছে বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। এসময় ডাকাতরা বিভিন্ন মালামাল একটি মোবাইল টাকা নিয়ে ব্যবসায়ী রাশেদুল হাসান জালালকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে আটক দুই ডাকাতকে সাভারের পুলিশে সোপার্দ করেন। দুই ডাকাতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।