সাভারে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত আটক

আগের সংবাদ

চাকরি নামে টাকা হাতিয়ে নেয়া; আশুলিয়ায় প্রতারক আটক

পরের সংবাদ

মানিকগঞ্জে নিখোঁজ; আশুলিয়ায় মাটি খুড়ে মৃতদেহ উদ্ধার;আটক ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:১৯ অপরাহ্ণ, ২৭/১১/১৭
এক্সপ্রেস প্রতিবেদক:
পরকিয়ার জের ধরে মানিকগঞ্জের আফজাল হোসেন নামে এক ব্যক্তিকে আশুলিয়ায় এনে হত্যা করে ঘরে মেঝে পুতে রেখেছিলো হত্যাকারীরা। এ ঘটনায় নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে আশুলিয়ায় শিমুলীয়ার ঋষিপাড়ায় এলাকায় আশুলিয়া ও মানিকগঞ্জ ঘিওরের পুলিশের দুইটি দল কথিত প্রেমিকার আত্নীয় সনজিৎ মনিদাসের ঘরে মেঝেতে মাটি চাপা দেয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। গত ১৫ দিন আগে মানিগঞ্জের ঘিওর থেকে আফজাল নিখোঁজ ছিলেন। সেই সূত্র ধরে কথিত প্রেমিকা দিপা নামে এক নারীকে আটক করা হয়। তারপরই দিপার তথ্যের ভিত্তিতে আফজালের সন্ধান মিলে।
নিহত আফজাল হোসেন মানিকগঞ্জ জেলার হরিরাম থানার ঝিলপাড়া গ্রামের রহিম শেখের ছেলে। মানিকগঞ্জের ঘিওর এলাকার একটি চাউলের চাতলে কাজ করতেন।
আটককৃত হলো, বরিশাল জেলার প্রশান্ত বিশ্বাসের বৌ দীপা। আশুলিয়ার ঋষিপাড়া এলাকার কালুর ছেলে সনজিৎ।
নিহত আফজাল মানিকগঞ্জ ঘিওরের বাসিন্ধা ও রাইস মেইলের শ্রমিকের কাজ করতো।
অঅশুলিয়া থার এস আই মাসুদ রানা জানান, আফজালের সঙ্গে দিপা নামে এক নারী পরকিয়া সম্পর্ক ছিলো। সেই ক্ষোভ ধরে দিপার মাধ্যমে কৌশলে আফজালকে মানিকগঞ্জ থেকে আশুলিয়ায় সনজিৎতের বাড়িতে আনা হয়। পরে সনজিৎ সমঝোতার এক পযায়ে উত্তেজিত হয়ে আফজালকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহতের মৃতদেহ সনজিৎতের খাটের নিচে মেঝেতে মাটি চাপা দিয়ে রাখে।