সব
মেহেদী হাসান শাওন:
আশুলিয়ায় বেসরকারি আশা এনজিও’র লোন অফিসার সাবিনা ইয়াসমিন উর্মি হত্যাকান্ডের প্রধান আসামী মানিক-নারগিস দম্পতিকে নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার সকালে নেত্রকোনার সদর থানার কাষ্টখোলা গ্রামের আত্নীয় দেলোয়ার হোসেনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে আশুলিয়ায় থানায় তাদের আনা হয়।
গ্রেপ্তার মানিক আশুলিয়া কবিরপুর গ্রামের বাসিন্ধা ও স্ত্রী নারগিস আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) রকিবুল ইসলাম জানান, আশুলিয়ার আশা এনজিও কর্মী সাবিনা ইয়ামিনকে হত্যা করে মাটি চাপায় দিয়ে রাখে হত্যাকারীরা। সেই হত্যাকান্ডের প্রধান আসামী মানিক ও নারগিস দম্পতিকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৮ অক্টোবর রাতে সাবিনার মরদেহ উদ্ধারের পর থেকেই এই দম্পতি পালাতক ছিলো।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর বিকালে ওই এনজিও কর্মকর্তা আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকায় ঋণের টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ১৮ অক্টোবর রাতে কবিরপুরের জঙ্গল থেকে সাবিনার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকারীরা সাবিনাকে খুন করে জঙ্গলে মাটি চাপা দিয়ে রেখেছিলো। এই হত্যা কান্ডে মোসলেম ও রাজিয়া আক্তার দম্পতি গ্রেপ্তার করা হয়েছিলো। এখন পযন্ত দুই দম্পতিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।