সব
মেহেদী হাসান শাওনঃ
সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার এন্ড স্কুলের ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান কুঁচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিশমাইল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রান্তিক গেট পর্যন্ত মহসড়ক ঘেঁষে আওয়ামী, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ অবস্থান নেয়।
এসময় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন সাজে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ নূরুল আমীন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডলসহ আশুলিয়া, পাথালিয়া ও শিমুলিয়া ইউনিয়নের প্রায় ছয় হাজার নেতাকর্মী এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
অন্যদিকে প্রধান মন্ত্রীকে স্বাগত জানাতে আশুলিয়া থানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ শহীদুল্লাহ মুন্সী ও যুগ্ম-আহবায়ক মোঃ বকুল সরকারের নেতৃত্বে কয়েক’শ নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেয়।