সব
মেহেদী হাসান শাওনঃ
সাভারে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকা থেকে সড়ক দূর্ঘটনায় মারা যাওয়া অজ্ঞাত পরিচয়ের ঐ নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ইবনে ফরহাদ জানান, ভোরে পথচারীদের কাছে খবর পেয়ে জোড়পুল এলাকায় গিয়ে অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে ঢাকাগামী কোন বাস বা ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।