সাভারে মহাসড়ক বন্ধ রেখে শ্রমিকদের পারাপার করছে আল মুসলিম গ্রুপ, ভোগান্তিতে যাত্রীরা

আগের সংবাদ

আশুলিয়ায় সাপের বিষ কেনাবেচা; সরকারী কর্মচারীসহ আটক ৪

পরের সংবাদ

আশু‌লিয়ায় বোমা সদৃশ বস্তু ঘিরে পুলিশ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:০১ অপরাহ্ণ, ১৬/১১/১৭
এক্সপ্রেস প্রতিবেদক:
আশু‌লিয়ার বাসাইদ এলাকায় প‌রিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ বস্তু‌কে ঘি‌রে রে‌খে‌ছে পু‌লিশ। বোমা ডিসপোজাল ইউনিটের অপেক্ষা।
বৃহস্প‌তিবার দুপুর দেরটায় খবর পে‌য়ে আশু‌লিয়ার বাসাইদ তোরাবআলীর বা‌ড়ির সাম‌নে ঘি‌রে রা‌খে প‌ু‌লিশ।
আশু‌লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, দুপু‌রে ক‌য়েকজন শিশু তোরাব আলীর পিছনে পা‌শে খেলাধুলা কর‌ছিল। এসময় এক‌টি প‌রিত্যক্ত ব্যা‌গে বোমা সদৃশ বস্তু দে‌খে পরিবা‌রকে জানায়। প‌রে  খবর পে‌য়ে আমরা দ্রুত ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রি। বোমা ডিস‌পোজাল টীম‌কে খবর দেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে ধারনা করা হ‌চ্ছে এক‌টি ব্যা‌গে ১৫-২০‌টি হাত বোমা থাক‌তে পা‌রে। ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।