আশুলিয়ায় শ্রমিকের মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর ফাঁসি

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:০৪ পূর্বাহ্ণ, ১৫/১১/১৭

মেহেদী হাসান শাওনঃ

আশুলিয়ার  নরসিংহপুর এলাকা থেকে ৫শ’২ পিস ইয়াবাসহ নাহারুল ইসলাম অভি (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সামনে  থেকে তাকে আটক করা হয়। আটক নাহারুল কুষ্ঠিয়া জেলার দৌলতপুর থানার হোসনেয়াবাদ গ্রামের আমির মিয়ার ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ রানা  জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে নাহারুল ইসলামকে ৫শ’ ২পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নাহারুলের বিরুদ্ধে কুষ্ঠিয়ায় আরও তিনটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।