সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে বিএনপির ৪৩ নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে আনা হয়েছে।
সোমবার দুপুরে আটক ব্যক্তিদের প্রিজনভ্যানে করে ঢাকা আদালতে পাঠানো হয়। এর আগে ভোরে সাভারের পৌর এলাকাসহ বিরুলীয়া আমিনবাজার ও অন্যান্য এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। এছাড়া এরা নতুন করে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলো এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।