আশুলিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

সাভারে বিএনপির ৪৩ নেতাকর্মী আটক

পরের সংবাদ

প্রেমিকার গর্ভে প্রথম কন্যা সন্তানের জন্ম; আবারো বাবা হলেন রোনাল্ডো

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫০ পূর্বাহ্ণ, ১৩/১১/১৭

জুন মাসে দ্বিতীয়বার বাবা হওয়ার পাঁচ মাসের মাথায় আবারো বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিন পুত্র সন্তান লাভের পর রোনাল্ডো পরিবারে এল প্রথম কন্যা আলানা মার্টিনা। ‘পারিবারিক সেলফি’তে পর্তুগিজ তারকা লেখেন, “এইমাত্র পৃথিবীর আলো দেখল আলানা মার্টিনা। জিওর্জিনা এবং আলানা, দু’জনেই এখন সুস্থ আছে। আমরা সবাই খুব খুশি”

কন্যা সন্তানের বাবা হওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন ফিফা’র বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার স্পেনের মাদ্রিদ শহরের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রোনাল্ডো’র প্রেয়সী জিওর্জিনা। খবর পেয়েই হাসপাতালে গিয়ে নবজাতক এবং প্রেমিকা জিওর্জিনা রডরিগেজের সঙ্গে দেখাও করে আসেন মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সঙ্গে ছিল জ্যেষ্ঠ পুত্র ‘লিটল ক্রিশ্চিয়ানো’। সেখানে নবজাতক, প্রেমিকা জিওর্জিনা এবং জ্যেষ্ঠ পুত্র জিওর্জিনার সঙ্গে সেলফিও তোলেন রোনাল্ডো। পরে তা ইনস্টাগ্রামে পোস্টও করেন ফুটবল গ্রহের এই উজ্জ্বল নক্ষত্র। ‘পারিবারিক সেলফি’তে পর্তুগিজ তারকা লেখেন, “এইমাত্র পৃথিবীর আলো দেখল আলানা মার্টিনা। জিওর্জিনা এবং আলানা, দু’জনেই এখন সুস্থ আছে। আমরা সবাই খুব খুশি”।

২০১০ সালের ১৭ জুন, আমেরিকায় ক্রিশ্চিয়ানো জুনিয়রের জন্মের সঙ্গেই প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই তারকা ফুটবলার। ঠিক সাত বছর পর, চলতি বছরের জুন মাসে সারোগেট পদ্ধতিতে যমজ সন্তানের বাবা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এরপর, জুলাই’তে এক সাক্ষাৎকারে স্প্যানিশ বান্ধবী জিওর্জিনা রডরিগেজের গর্ভবতী হওয়ার কথাও স্বীকার করেন এই তারকা অ্যাথেলিট। জুনে দ্বিতীয়বার বাবা হওয়ার পাঁচ মাসের মাথায় ফের বাবা হলেন তিনি। তিন পুত্র সন্তান লাভের পর রোনাল্ডো পরিবারে এল প্রথম কন্যা আলানা মার্টিনা।