সব
এক্সপ্রেস প্রতিবেদক:
বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহি বাস ও বিভিন্ন যানবাহনের সংখ্যা খুব কম। এসময় অফিসগামীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তি পড়েছে।
রোববার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর, সাভার বাস স্ট্যান্ড, হেমায়াতপুর ও আমিনবাজার এলাকায় কয়েকশত যাত্রী পরিবহনের জন্য দাড়িয়ে থাকতে দেখা যায়। অনেক বাস না পেয়ে লেগুনা ও রিক্সসা করে যাতায়াতের চেষ্ঠা করছেন। তবে পরিবহন চলাচলে কোথা বাঁধা দেয়ার ঘটনা দেখা যায়নি।
তবে ঢাকাগামী সাভারের সালেহপুর থেকে গাবতলী পযন্ত প্রায় দুই কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে।
সাধারণ যাত্রীরা জানান, বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে বিভিন্ন পরিবহন সড়কে বের হচ্ছে না। এমনকি ব্যক্তিগত প্রাইভেটকার বা অন্যান্য পরিবহনেরও উপস্থিতি কম।
এদিকে আজ ভোরে সাভার আশুলিয়া ও ধামরাইয়ে নাশকতা চেষ্ঠার অভিযোগে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে ঢাকা জেলার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুর ইসলাম জানান, গাবতলীতে বালু ট্রাকের জন্য যানযটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজধানীর ভিতরে গাড়ি চাপ থাকার কারনে গাড়ি এগোতে পারছে না। গাবতলীতে কৃত্রিম যানযটের যাত্রী অভিযোগের বিষয়ে তিনি আরও বলেন, কৃত্রিম যানযটের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। যাত্রী ভোগান্তীতে পড়বে এমন কোন ধরণের কাযক্রম চালানো হবে না।