মেহেদী হাসান শাওন:
আশুলিয়ায় দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর থেকে মাদক ব্যবসায়ী টিটুকে আটক করা হয়।
আটককৃত টিটু মিয়া (২৫) বাগেরহাট জেলার চিতলমারী থানার পশ্চিম বানিয়া গ্রামের সেকান্দার ফকিরের ছেলে। সে বর্তমানে নরসিংহপুর এলাকায় বসবাস করে।
আশুলিয়া থানার এস আই মুকিব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পরিবহনের সময় নরসিংহপুরের নদী ফিলিং ষ্টেশনের সামনে দুই কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। ধারণ করা হচ্ছে সে দীর্ঘদিন যাবত ঐ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া মাদক ব্যবসায়ী টিটুর সঙ্গে আরো যারা জড়িত রয়েছে বাকীদের আটক করতেও কাজ করছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।