এক্সপ্রেস প্রতিবেদক:
সাভার গল্ফ ক্লাবে চার দিনব্যাপি ৯ম এপেক্স কাপ গল্ফ টুর্নামেন্ট ২০১৭ শেষ হয়েছে।উক্ত গল্ফ টুর্নামেন্টে দেশি বিদেশি তিন শতাধিক গল্ফার অংশগ্রহন করেন
শনিবার বিকালে সাভার গল্ফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন সাভার সেনানিবাসের ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাহউদ্দিন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাজন পিল্লাই,চিফ অপারেশন অফিসার ,এপেক্স ফুট ওয়্যার লিঃ
জেন্টস্১৮ হোল ,ভ্যাটার্ন,সুপার সিনিয়র,সিনিয়র,লেডিস এবং জুনিয়র গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছেনঃ
জুনিয়র উইনারঃ মাষ্টার রাজিন মোর্শেদ,লেডিস উইনার,মিসেস শাহীন মাহবুবা,সিনিয়র উইনার,লেঃকর্নেল নাসির আহম্মেদ (অবঃ) সুপার সিনিয়র উইনার,মো:আবদুর রাজ্জাক ভ্যাটান উইনার,ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গির কবীর(অবঃ) চ্যাম্পিয়ন,মেজর তানভীর।
এছাড়াও সাভার গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেক ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।