সব
মেহেদী হাসান শাওন
আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় চাকরি খোঁজে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় অভিযুক্ত বখাটে রিপনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোহনের বাসা থেকে রিপনকে আটক করা হয়।
আটককৃত রিপন হবিগঞ্জ জেলার রানীগঞ্জ থানার আব্দুর রশীদের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কেএম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতা তরুণী গত দুইদিন আগে চাকরির জন্য গ্রামের বাড়ি থেকে পলাশবাড়ী এলাকায় খালার বাসায় উঠে। পাশের ফ্লাটেই বখাটে রিপন তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো। সকালে রিপনের স্ত্রী কারখানায় চলে যাওয়ার পর রিপন ওই তরুণীকে কাজের অজুহাতে নিজ ফ্ল্যাটে ডেকে আনে। পরে তরুণীকে হাত পা গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি ওই তরুণী তার পরিবারকে জানায়। পরে তারা থানায় এসে অভিযোগ দিলে পুলিশ রিপনকে আটক করে।
তিনি আরও জানান, ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাছাড়া এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।