সাভারে ট্যানারী নগরী পরিদর্শনে পরিবেশবিদের প্রতিনিধিদল

আগের সংবাদ

ষড়যন্ত্র ও সংবাদের প্রতিবাদে আশুলিয়ায় শ্রমিক নেতার সংবাদ সম্মেলন

পরের সংবাদ

আশুলিয়া থানা পুলিশের হাতে শিল্প পুলিশ আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩০ পূর্বাহ্ণ, ০৮/১১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার বাইপাইল এলাকায় চারজনকে জিম্মি করে চাদাবাজির সময় ঢাকা-১ শিল্প পুলিশের মকবুল নামের এক এএসআইসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একজন নারীসহ চারজনকে উদ্ধার করা। এসময় চাদাবজির ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার ভোরে আশুলিয়া বাইপাইল থেকে তাদের আটক করে।

আটক শিল্প পুলিশের এএসআই মকবুল হোসেন গ্রামের বাড়ি ময়মনসিংহয়ের ভালুকায়। অপর তিনজন হলো-বিপ্লব হোসেন, স্বপন, হাসমত শেখ।

এদিকে ঢাকা-১ শিল্প পুলিশ পরিচালক সানা সামিনুর রহমান শামীম জানান, আটক এএসআই মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করেছেন।

পুলিশ জানায়, এএসআই মকবুলের নেতৃত্বে এ চক্রটি নিজেদের ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষকে আটক করে মাইক্রোবাসে রেখে তাদের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে মোটা অঙ্গের টাকা দাবি করেন। টাকা পেলে মহাসড়কের কোন এক স্থানে ছেড়ে দেয়। এমন একটি ঘটনার সময় আশুলিয়া থানা পুলিশ তাদের হাতে নাতে আটক করেন।

তারিখ: ০৮.১১.১৭