সব
এক্সপ্রেস প্রতিবেদক:
নিয়ম না মেনে ট্যানারীর বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সাভারের স্থানীয় নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ নামে বেসরকারি সংস্থার ১০ সদস্যর একটি তদন্ত কমিটি সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শন করেন।
মঙ্গলবার বিকেলে সাভারের নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ কমিটির সদস্যরা সাভারের হেমায়েতপুরে অবস্থিত চামড়া শিল্প নগরী পরিদর্শন করেন প্রতিনিধি দল।
তারা জানান, ট্যানারীর কিছু কারখানা তাদের বর্জ্য সরাসরি নদীতে ফেলে নদী ও পরিবেশ দূষন করছে। দায়ী কারখানা মালিকদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার সুপারিশ করা হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এসময় সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলম সমর, নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি ঠান্ডু মোল্লা, সহ-সভাপতি মিসেস রোকেয়া হক, সাধারন সম্পাদক সামসুল হকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।