সব
এক্সপ্রেস প্রতিবেদক:
“উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি” এই কথা ধারন করে ৮ম বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রজাপতি মেলা। আর রঙ্গিন এই উৎসবকে ঘিরে বর্ণিল সাজে প্রকৃতি প্রেমী মানুষের ভীড় ক্যাম্পাস জুড়ে। রয়েছে আলোক চিত্র প্রদশনী, প্রজাপতি হাট, শিশুদের চিত্রাংঙ্কনসহ দিনব্যাপী নানা আয়োজন।
লাল, কালো, বেগুনী, সাদা আরও কত বাহারী রং এর প্রজাপতির সমাহার। যেন এক রঙ্গিন প্রকৃতির মিলন মেলা। প্রতিবছরের মতো এই প্রজাপতির মেলাটি আয়োজন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের প্রাণী বিদ্যা বিভাগ। বছরের অন্তত একটা দিন প্রকৃতি অপার সৌন্দেয়ের প্রজাপতির সঙ্গে সময় কাঁটাতে শিশু থেকে বয়স্ক, পরিবারসহ কেউ আবার বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এই মিলন মেলায়। কেউ কেউ স্মৃতিতে ধরে রাখতে ক্যামেরা বন্ধি করতে ভুল করছেন না। সকাল ১১টায় জহির রায়হান মিলনায়তন চত্তরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ফারজানা ইসলাম। মেলাকে ঘিরে আয়োজন করা হয় প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদশনী, আলোকচিত্র প্রতিযোগীতা, প্রজাপতি হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বির্তক প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠান।
প্রজাপতি মেলার প্রধান সমন্বয়ক ও জাবি প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন জানান, মেলা প্রজাপতির সংরক্ষণে সচেতনতা জরুরী। তবে গবেষনার জন্য সরকারের পৃষ্ঠপোশকতা প্রয়োজন। ব্যক্তি উদ্যোগে এই গবেষনা উৎসাহ যোগাবে বলে জানান প্রজাপতি মেলার সমন্বয়ক।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রজাপতি সংরক্ষণ ও মেলা পরিচালনা করতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।