এক্সপ্রেস প্রতিবেদক:
অাশুলিয়ায় দক্ষিণ বাইপাইল যুবলীগের উদ্যোগে পোশাক শ্রমিকদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ টি দলে বিভক্ত করে দুই মাস ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছিলো। পরে ফাইনাল খেলায় এসঅার বনাম হামীম গ্রুপ-১ অংশগ্রহন করে। ৪-০ গোলে এসঅার দলকে হারিয়ে হামীম গ্রুপ শিরোপা জিতে নেন। বিজয়দীদের হাতে ২১” এলইডি টিভি তুলে দেন অতিথিরা। এছাড়ার রানার আপ দলসহ ম্যাচ অব দ্যা ম্যাচ ও সিরিজ পুরস্কার দেয়া হয়।
শুক্রবার বিকেলে দক্ষিণ বাইপাইল এলাকার জনতা হাউজিং মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী দৌলত ভূঁইয়া’র উপস্হিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন অাশুলিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া এক্সপ্রেসের সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ রাকিব হাসান জিল্লু ও ব্যাবসায়ী দ্বীন মোহাম্মদ। এছাড়া অারও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকসহ হাজারা মানুষ এই খেলা উপভোগ করেন। মোঃ সোহাগের সার্বিক তত্বাবধায়নে অায়োজিত খেলাটি পরিচালনা করেন মোঃ নেছার উদ্দীন খাঁন।