সাভারে জাতীয় যুব দিবস পালিত

আগের সংবাদ

আশুলিয়ায় স্কুল ছাত্রীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩৩ অপরাহ্ণ, ০১/১১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এর ১৯৩ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকার সন্দ্বীপ মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ।
ব্যবস্থাপক পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ বলেন, শিল্পাঞ্চাল আশুলিয়ায় কারখানার লেনদেনের পাশাপাশি শ্রমিক ও কর্মকর্তাদের ব্যাকিং সুবিধা দিতে নতুন এই আশুলিয়ার শাখাটি উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের সেবা কার্যক্রম বিদেশে পৌছে দিতেও কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ ও ওয়াসিফ আলী খান, আশুলিয়া শাখা ব্যবস্থাপক শেখ সাদী মোল্লা, ভবন মালিক আবু তাহের আব্বাসী।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন, মুফতি দেলোয়ার হোসেন।