সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরও এক ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বাস স্ট্যান্ডে এই র্দুঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্রের নাম শিহাব আহমেদ প্রান্ত। সে সাভার সিপিলেন এলাকার আবদুল হাকিম আহমেদের ছেলে ও রাজধানী কাওরানবাজারে আহসানুল্লাহ ইনস্টিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিপ্লোমার ছাত্র ছিলো।
সাভার মডেল থানার এস আই সোহলে আল মামুন জানান, সাভার থানা রোড থেকে বাস স্ট্যান্ড গামী দুই মোটরসাইকেল আরোহীকে তেলবাহী ট্রাক পিছন থেকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রান্তের মৃত্যু হয়। অপরজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।