কমিউনিটি পুলিশিং ডে; আশুলিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

আগের সংবাদ

আশুলিয়ায় আমিনা হোসেন পাইলট স্কুলের পুরস্কার বিতরণ

পরের সংবাদ

জাবিতে অটিষ্টিক শিশুদের স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৬ অপরাহ্ণ, ২৮/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটিষ্টিক শিশুদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান স্পেশাল নিডস এডুকেশন সেন্টার-স্কুলের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.আবুল হোসেন, ট্রেজারার অধ্যাপক শেখ মনজরুল হক, সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল হক, স্পেশাল নিডস এডুকেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড.মুহম্মদ হানিফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অটিষ্টিক শিশুদের নিয়ে স্কুলটি পরিচালনা করায় সবার প্রতি ধন্যবাদ প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম এবং তিনি স্কুলটিতে সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন।

এসময় ওই স্কুলের ১৮ জন অটিষ্টিক শিশু, ৭ জন শিক্ষক ও অকুপেশনাল থেরাপিষ্ট ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।