আশুলিয়ায় এনজিও কর্মকর্তার হত্যাকারীদের শাস্তির দাবীতে মানব বন্ধন

আগের সংবাদ

জাবিতে অটিষ্টিক শিশুদের স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পরের সংবাদ

কমিউনিটি পুলিশিং ডে; আশুলিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:২১ অপরাহ্ণ, ২৮/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মত সাভারের আশুলিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ (ঢাকা) এর পক্ষ থেকে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে এক বর্নাঢ্য র‌্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিক এবং কারখানা মালিকদের মাঝে চমৎকার এক সেতুবন্ধনের কাজ করে চলেছে শিণ্পপুলিশ। এছাড়া যে কোন সমস্যা সমাধানে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা করে সমধান করার পরামর্শ দেন আলোচকরা।

আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মো.নওশের আলী, পিপিএম, মহাপরিচালক (অতিরিক্ত আইজি), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট এসএম মান্নান কচি, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমানসহ বিভিন্ন শিল্প কারখানার কর্মকর্তা, সাংবাদিক ও শ্রমিকগন।