সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় বেসরকারি আশা এনজিও এর ঋণ কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের খুনিদের দ্রুত শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার, সহকর্মীরা ও এলাকাবাসি।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী বাসস্ট্যান্ডে এ মানব বন্ধন কর্মসূচী পালন করেন তারা।
মানব বন্ধনে অংশগ্রহণকারী নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান, সাবিনার হত্যাকারী দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু বাকী খুনিদের গ্রেফতারের কোন উদ্যোগ নিচ্ছেন না। প্রশাসন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
মানব বন্ধনে এসময় আশা এনজিও এর ম্যানেজার (বিকেএসপি শাখা) মো. আব্দুল মজিদ জানান, ‘‘সাবিনা ইয়াসমিন আশা এনজিও এর বিকেএসপি শাখার সিনিয়ির লোন অফিসার ছিলেন। এ শাখায় তিনি গত ১৬ সেপ্টেম্বর যোগ দেন। এ মাসের ১২ অক্টোবর ঋণের টাকা উত্তোলণ করতে গিয়ে খুন হন। এ খুনের সাথে যারা জড়িত আমাদের পক্ষ থেকে তাদের ফাঁসি দাবী করছি। সেই সাথে আশা এনজিও এর নিয়মানুসারে এখানে কর্মরত অবস্থায় যদি কেউ খুন হন কিংবা মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবার এককালীন ১৫ লাখ টাকা পাবেন। যা আগামী ২/৩ মাসের মধ্যেই পরিশোধ করা হবে বলেও জানান তিনি।’’
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সাবিনা আশুলিয়ার কবিরপুর এলাকার মুসলেমের বাড়িতে ঋণের টাকা উত্তোলন করতে গিয়ে নিখোঁজ হন। সাবিনা নিখোঁজের ঘটনায় আশা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। পরে মুঠোফোনের ব্যবহারে সাবিনার সর্বশেষ অবস্থান কবিরপুরের মোসলেমের বাড়ি পাওয়া যায়। এরপর মোসলেম ও তার স্ত্রীকে আটক করা হয়। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে তারা সাবিনাকে হত্যা করে লাশ মাটিতে পুতে রেখেছে বলে স্বীকার করেন। পরে নিখোঁজের পাঁচদিন পর ১৮ অক্টোবর বুধবার রাত ১১টার দিকে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া বাংলাদেশ বেতারের সীমানার পাশের একটি জমি থেকে মাটি চাঁপা অবস্থায় সাবিনা ইয়াসমিন মুন্নির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।